এনকাইলোজিং স্পন্ডিলাইটিস কি
এনকাইলোজিং স্পন্ডিলাইটিস কি?
আক্ষরিক অর্থে ankylosing spondylitis এর মধ্যে ankylosing শব্দটি এসেছে গ্রিক শব্দ ankylos যার ইংরেজি ওয়ার্ড to be bent অর্থ বাঁকা হয়ে যাওয়া আর spondylitis অর্থ মেরুদণ্ডের হারে প্রদাহ তৈরি হওয়া।
এনকাইলোজিং স্পন্ডাইলাইটিস হলো একটি
দীর্ঘ মেয়াদি প্রদাহ জনীত বাত রোগ, যেটি প্রধানত মেরুদন্ডের জয়েন্ট কে আক্রান্ত করে । সাথে হাত ও পায়ের জয়েন্টকে ও আক্রান্ত করতে পারে, বিশেষ করে কাধ ও পায়ের উপরের জয়েন্টগুলো কে ।
এই ধরনের রোগ কে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সেরো নেগেটিভ আর্থ্রাইটিস ( sero negetive arthritis) বলে। সেরো নেগেটিভ বলতে বুঝায়, রক্তরসে রিউমাটয়েড ফ্যাক্টর উপস্থিত না থাকা।
এটা শুরু হয় সাথারণত কোমর ব্যথা এবং হালকা অসুস্থ বোধ হওয়া থেকে, যেটা শেষ পর্যন্ত মেরুদন্ড কে শক্ত করে ফেলে , এমনকি ভাঁজ করার ক্ষমতাকে কেড়ে নেয়।
কিছু কিছু ক্ষেত্রে মেরুদন্ড বাঁশের মত শক্ত হয়ে যায়।
৯০% রোগীর ক্ষেত্রে HLA-B27(Human Leucocyte Antigen) পজিটিভ পাওয়া যায়। কিছু B27 পজিটিভ রোগী , এনকাইলোজিং স্পন্ডাইলাইটিস এর সকল ধরনের বৈশিষ্ট্য উপস্থিত থাকার পরেও শুধু সামান্য ব্যথা ছাড়া তেমন শারীরিক সমস্যা বোধক করেন না।
এই রোগ আমাদের মেরুদণ্ডের টেনডন এবং লিগামেন্টের উপর এক ধরনের ফাইবার তৈরি করে বিশেষ করে দুই হাড়ের মধ্যস্থানে। এটা শুরু হয় মেরুদণ্ডের কোমরের হাড়ের সামনের দিকের অংশে অথবা স্যাক্রইলিয়াক জয়েন্ট বরাবর।
এটা শুরু হয় সাথারণত কোমর ব্যথা এবং হালকা অসুস্থ বোধ হওয়া থেকে, যেটা শেষ পর্যন্ত মেরুদন্ড কে শক্ত করে ফেলে , এমনকি ভাঁজ করার ক্ষমতাকে কেড়ে নেয়।
কিছু কিছু ক্ষেত্রে মেরুদন্ড বাঁশের মত শক্ত হয়ে যায়।
৯০% রোগীর ক্ষেত্রে HLA-B27(Human Leucocyte Antigen) পজিটিভ পাওয়া যায়। কিছু B27 পজিটিভ রোগী , এনকাইলোজিং স্পন্ডাইলাইটিস এর সকল ধরনের বৈশিষ্ট্য উপস্থিত থাকার পরেও শুধু সামান্য ব্যথা ছাড়া তেমন শারীরিক সমস্যা বোধক করেন না।
এই রোগ আমাদের মেরুদণ্ডের টেনডন এবং লিগামেন্টের উপর এক ধরনের ফাইবার তৈরি করে বিশেষ করে দুই হাড়ের মধ্যস্থানে। এটা শুরু হয় মেরুদণ্ডের কোমরের হাড়ের সামনের দিকের অংশে অথবা স্যাক্রইলিয়াক জয়েন্ট বরাবর।
No comments