অটিজম কি?
চিকিৎসা বিজ্ঞানে অটিজম কে বলা হয়, অটিজম স্পেকট্রাম ডিজর্ডার(এএসডি)।এএসডি একটি জটিল স্নায়ুবিক বিকাশ সংক্রান্ত রোগের ধরণ। এটা একটি মস্তিষ্কের রোগ যা সাধারণত একজন ব্যক্তির অন্যদের সাথে কথা বলার ক্ষমতা কে প্রভাবিত করে। এএসডি ধরনের রোগ
সাধারণত শৈশবে শুরু হয় এবং বড় হওয়া পর্যন্ত থাকে। সামাজিক বিকলতা, কথা বলার সীমাবদ্ধতা,প্রতিবন্ধকতা,পুনরাবৃত্তি করা এবং একই ধরনের আচরণ বার বার করা। এই ধরনের লক্ষণ দেখে এএসডি চিহ্নিত করা হয়।
অটিজম - আমেরিকান সাইকোলজিক্যাল এসোসিয়েশন অনুযায়ী, অটিজম এর কারণে
সাধারণত অন্যদের সাথে যোগাযোগের অসুবিধা হয়। কথোপকথনে তাদের উপযুক্তভাবে
বুঝতে অসুবিধা হয় এবং যার দ্বারা সঠিকভাবে উত্তর দিতে পারে না। এছাড়াও
কথোপকথনে তারা দৃষ্টি সংযোগ রাখতে পারে না, সাথে অন্যের ইশারা-ইঙ্গিত বুঝতে
সমস্যা বোধ করে। এজন্য সমবয়সী অনেকের সাথে বন্ধুত্ব করতে কঠিন হয়ে ওঠে।
তাই তারা তাদের থেকে ছোট বা বড়দের সান্নিধ্য পছন্দ করে। এছাড়াও নিজেকে
নির্বিঘ্ন রাখতে কিছু গঠনগত রুটিনের উপর নির্ভরশীল হয়।যেকোন ধরনের পরিবর্তন
তাদের তীব্র যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়।
অনেক এএসডি রোগীর কম বা অধিক অনুভূতি থাকে যার কারণে তাদের সাধারণ বিষয়ে সেন্সরি অভিজ্ঞতা অন্যদের থেকে তীব্র হয়। উজ্জ্বল আলো, উচ্চ শব্দ, জামা কাপড়ের ট্যাগ, নতুন কোন গন্ধ ইত্যাদি তাদের জন্য বিব্রতকর হয়ে ওঠে। এই ধরনের শিশুরা নিজেরা দুলতে থাকে বা হাত-পা ছোড়া ছুড়ি করে,যা তাদের মানসিক প্রশান্তি দেয়। এভাবে তারা নিজেদের দুনিয়ায় মত্ত থাকে।
স্পেকট্রাম -স্পেকট্রাম হলো একটি পরিসর মাত্র। অটিজম স্পেকট্রামে থাকা যেকোনো রোগীর বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এদের মধ্যে কেউ কেউ আছে যাদের কোন ধরনের বাক সমস্যা নেই কিন্তু সামাজিক সমাবেশে তারা সংকীর্ণ আচরণ করে বা কোন পরিবর্তন তাদের ব্যপক বিব্রতবোধ করায়।
আবার অন্যদিকে এমনও আছে, যারা যেকোনো ব্যাপারে নিজেকে অত্যন্ত অসহায়বোধ করে। তাদের সাধারণত জ্ঞানের অক্ষমতাও থাকে।
অনেক এএসডি রোগীর কম বা অধিক অনুভূতি থাকে যার কারণে তাদের সাধারণ বিষয়ে সেন্সরি অভিজ্ঞতা অন্যদের থেকে তীব্র হয়। উজ্জ্বল আলো, উচ্চ শব্দ, জামা কাপড়ের ট্যাগ, নতুন কোন গন্ধ ইত্যাদি তাদের জন্য বিব্রতকর হয়ে ওঠে। এই ধরনের শিশুরা নিজেরা দুলতে থাকে বা হাত-পা ছোড়া ছুড়ি করে,যা তাদের মানসিক প্রশান্তি দেয়। এভাবে তারা নিজেদের দুনিয়ায় মত্ত থাকে।
স্পেকট্রাম -স্পেকট্রাম হলো একটি পরিসর মাত্র। অটিজম স্পেকট্রামে থাকা যেকোনো রোগীর বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এদের মধ্যে কেউ কেউ আছে যাদের কোন ধরনের বাক সমস্যা নেই কিন্তু সামাজিক সমাবেশে তারা সংকীর্ণ আচরণ করে বা কোন পরিবর্তন তাদের ব্যপক বিব্রতবোধ করায়।
আবার অন্যদিকে এমনও আছে, যারা যেকোনো ব্যাপারে নিজেকে অত্যন্ত অসহায়বোধ করে। তাদের সাধারণত জ্ঞানের অক্ষমতাও থাকে।
Aro bistarito jante chai
ReplyDelete