হিমোফিলিয়া কী? কেন হয়, রক্তক্ষরনের সম্ভাব্য স্থান, রোগ নির্ণয় ও চিকিৎসা

হিমোফিলিয়াঃ


হিমোফিলিয়া / Hemophilia  একটি রক্তক্ষরনজনিত জন্মগত রোগ যা সাধারনত বংশানুুক্রমে পুরুষদের হয়ে থাকে। এ রোগের প্রধান সমস্যা হলো রক্ত জমাট না বাঁধা। কোথাও কেটে গেলে সহসায় আর রক্ত বন্ধ হয়না।




কেন হয়:
রক্ত জমাট বাঁধার জন্য আমাদের শরীরে রয়েছে এক শক্তিশালী প্রতিরোধ ব্যাবস্থা যা ফ্যাক্টর নামে পরিচিত। মোট ১৩ টি ফ্যাক্টর রয়েছে আমাদের শরীরে যার মধ্যে ফ্যাক্টর ৮ এবং ৯ অতীব গুরুত্বপূর্ণ। মূলতঃ এই দুটো ফ্যাক্টরের অভাবেই হিমোফিলিয়া হয়ে থাকে।





প্রকারঃ

হিমোফিলিয়া মূলতঃ দুই প্রকার
হিমোফিলিয়া A যা ফ্যাক্টর ৮ এবং হিমোফিলিয়া B  যা ফ্যাক্টর ৯ এর অভাবে হয়ে থাকে।

বংশানুক্রমিক হিমোফিলিয়াঃ

মেয়েরা এ রোগের বাহক কিন্তু পুরুষেরা হয় ভুক্তভোগী।
তবে ইদানিং কিছু মহিলা রোগীও পাওয়া গেছে। তবে সংখ্যা খুবই নগন্য।
সুস্থ্য বাবা এবং বাহক মা হলে ছেলের হিমোফিলিয়া হওয়ায় সম্ভাবনা ৫০%
গবেষনায় দেখা গেছে, বংশানুক্রমিক ছাড়াও প্রতি ৩ জনে ১ জন হিমোফিলিয়া রোগী নতুন ভাবে আক্রান্ত হচ্ছে।



রক্তক্ষরনের সম্ভাব্য স্থানঃ

কাঁধ, কনুই, কোমর, হাঁটু, গোড়ালি, মাথা কখনও পেটের ভিতরে অভ্যন্তরীন অঙ্গে।
সবচেয়ে ভয়াবহ হলো মাথায় এবং পেটের ভিতর রক্তক্ষরণ। দ্রুত ব্যাবস্থা নিতে না পারলে রোগী বাঁচানো সম্ভব হয় না।




রোগ নির্ণয়ঃ

স্বতঃস্ফূর্ত রক্তক্ষরণ, সার্জারি পরবর্তী প্রলম্বিত রক্তক্ষরণ, ফ্যামেলি ইতিহাস এবং ল্যাবরেটরী পরীক্ষা BT, CT, PT, APTT, Factor assay, TGT

চিকিৎসাঃ

রক্তক্ষরণ অবিলম্বে বন্ধ করাই এ রোগের চিকিৎসার একমাত্র চাবিকাঠি। রক্তক্ষরণ বন্ধের পর ফিজিওথেরাপি চিকিৎসা হলো স্বাভাবিক জীবন যাপনের পূর্বশর্ত। যেহেতু এই রোগ নিরাময় যোগ্য নয় তাই সুস্থ থাকার জন্য রোগসম্পর্কে শিক্ষা গ্রহণ ও অপরিহার্য বিষয়।

রক্তক্ষরণ শুরু হলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা শুরু করুন যেমন বরফের সেক, বিশ্রাম, Compression & Elevation, Fresh blood, Fresh Frozen plasma, Factor 8/9

হাতের কাছে যে ধরনের চিকিৎসা সুবিধাই থাকুক না কেন তা দিয়েই দ্রুত চিকিৎসার ব্যাবস্থা করুন এবং অবিলম্বে হিমোফিলিয়া রোগের চিকিৎসা হয় এমন হাসপাতালে নেওয়ার ব্যাবস্থা করুন।

সম্ভাব্য বিপদ এড়াতে ফ্যাক্টর এবং আনুষঙ্গিক চিকিৎসা উপকরণ বাসায় সংরক্ষণ করুন। রক্ত রোগ বিশেষজ্ঞ এবং ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ গ্রহণের জন্য তাঁদের ফোন নাম্বার ও সংরক্ষণ করুন। বিপদে চিকিৎসা পরামর্শ গ্রহন করুন।

হিমোফিলিয়া সোসাইটি অব বাংণলাদেশ হিমোফিলিয়া রোগীদের সার্বিক সহযোগিতা করে থাকে, কাজেই সোসাইটিতে দ্রুত নিবন্ধন করে সহযোগিতা গ্রহণ করতে পারেন।




No comments

Powered by Blogger.